Enjoylife Homeopathy

বন্ধ্যাত্ব (Infertility)

0
বন্ধ্যাত্ব বা নি:সন্তান। বিয়ের পর স্বামী/স্রী যখন ইচ্ছাকৃতভাবে সন্তানের আসা করে, তখনও যদি তাদের সন্তান লাভ না হয়, তবে বন্ধ্যাত্ব বা বাঁজা বলে আখ্যা দেওয়া হয়
।। বন্ধ্যাত্বকে দু'ভাগে ভাগ করা যায় যেমন:
(১) জম্মগত বন্ধ্যাত্ব।
(২) রোগ জনিত বন্ধ্যাত্ব।
চিকিৎসা -বিজ্ঞানীদের মতে:
স্বামী/স্রীর মিলনের ফলে শতকরা নব্বইজন সন্তান লাভ করে। বাকী দশজন মধ্য ছয়/সাতজনের রোগজনিত বন্ধ্যাত্ব থাকে। এবং তারা ঠিকমত চিকিৎসা চালিয়ে গেলে সন্তান লাভে সক্ষম হয়। এর পরে বাকি তিন/চারজন চিকিৎসায় সন্তান লাভে ব্যথ হলে জম্মগত বন্ধ্যাত্ব হিসাবে ধরা যাবে।তাছারা নানা রকম পরীক্ষায় জম্মগত বন্ধ্যাত্ব প্রমানিত হবে।
কারনঃ
(১) জ ম্মগত বন্ধ্যাত্ব (স্রী)
* জম্মগতভাবে ডিম্বাশয়ে ডিম্ব উত পাদন বাধা।
* যোনিরজম্মগত ক্রিয়াশীল না থাকা।
* যোনির জম্মগত অপরিণতি।
* জম্মগত। জরায়ুর গঠন ঠিকমত না হওয়া প্রভৃতি।
♦ জম্মগত বন্ধ্যাত্ব (পুরুষ)
* জম্মগত ভাবে টেসটিস গঠনে গোলমাল থাকা
* জম্মগত ভাবে বীযে শুক্রকীট উতপাদনে না হওয়া।
* অন্যান্য।!
♥জ্ঞাতব্যঃ
জম্মগত ভাবে স্রী/পুরুষের উপরোক্ত ত্রুটি গুলো থাকলে সন্তান লাভের আশা করা যায় না।
(২) রোগজনিত বন্ধ্যাত্ব (স্রী)
* সিফিলিস,গনোরিয়া, রোগে আক্রান্ত।
* ডিম্বাশয় টিউমার।
* হরমোন গোলমাল জনিত মাসিক স্রাব ঠিকমত না হওয়া।
* দৈহিক অপুষ্টি।
* অতিরিক্ত রক্ত শন্যতা।
*অত্যধিক মোটা হওয়া বা মেদ জমা।
* মানষিক রোগ- প্রচণ্ড , দুশিচন্তা,পুরুষের প্রতি ঘৃনা, বিরক্তি, সন্তান হতে ভয়, আঘাত, প্রচণ্ড শোক প্রভৃতি।
* নানা রোগে থেকে ডিম্বপুনতায় বাধা।
♠ রোগজনিত বন্ধ্যাত্ব(পুরুষ)
* সিফিলিস বা গণোরিয়া রোগে ভোগা।
* নানা রোগে শুক্রকীট উতপাদনে হয়ে মারা যাওয়া।
* একশিরা,ফাইলেরিয়া, ডায়াবেটিস, কালাজর,ম্যালেরিয়া,বসন্ত,টাইফয়েড প্রভৃতি রোগে ভোগা।
* যোনিতে বীয প্রবেশ না করা।
* পুরুষ হরমোন গোলমাল থাকলে।
* শরীর বেশী মোটা হলে।
* মানষিক রোগ-স্বামী/স্রী যৌন মিলনে মনের মিলেল বাধা।
♦ জ্ঞাতব্যঃ
রোগজনিত বন্ধ্যাত্ব- বেশী ভাগ ক্ষেএে ঠিকমতো চিকিৎসা করলে সন্তান লাভের আাশা করা যায়।
♦ চিকিৎসা ঃ
কি কারনে বন্ধ্যাত্ব তার খোজ নিয়ে সম্ভব হলে চিকিৎসা করতে হবে।
♣ রোগজনিত বন্ধ্যাত্ব (স্রী)
* সিফিলিস বা গণোরিয়া রোগে নারী আক্রান্ত হলে উপযুক্ত চিকিৎসা করতে হবে।
* ডিম্বা শয় টিউমার হলে চিকিৎসা করতে হবে।
* মানষিক অবস্থা খারাপ থাকার ফলে যদি দেখা যায় সন্তানলাভে অসুবিধা হচ্চে তবে মানষিক চিকিৎসা য় মনের সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
* দৈহিক অপুষ্টি ও রক্তশুন্যতার খেয়াল করতে হবে।
এই বন্ধ্যাত্ব উন্নত চিকিৎসা রয়েছে বিজ্ঞান সম্মত চিকিৎসা রয়েছে হোমিও প্যাথিতে।
জার্মান হোমিও মেডিসিন কেয়ার 
ডাক্তার এম এইচ  জামান 
ডি এইচ এম এস (ঢাকা)
ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি 
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
মোবাইলঃ+8801734715757
বিঃদ্রঃ সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন ।
ভিপি ও পার্সেল যোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয়

0 comments:

Post a Comment