Enjoylife Homeopathy

প্রমেহ বা গনোরিয়া(Gonorrhea)

0
গনোকক্কাস নামক এক প্রকার জীবানু যদি নারী বা পুরুষের যৌনাঙ্গে থাকে তবে যৌন মিলনের সময় এক যৌনাঙ্গ থেকে অন্য যৌনাঙ্গে জীবানু সংক্রামিত হয়ে থাকে।
এই জীবানু নারী বা পুরুষের যৌনাঙ্গ প্র থমে বাসা বাধেএবং ক্ষত সৃষ্টি করে। পরে পুজ সৃষ্টি হয়
জীবানুযুক্ত পুজ যৌনাঙ্গে মিলন হলে একজনের দেহ থেকে অন্যজনেরদেহে এই রোগ সংক্রমিত হয় প্রমেহ গনোরিয়া একটি যৌনরোগ। এই রোগ নারী ওপুরুষের উভয়ের হতে পারে।গনোরিয়া -রোগ- রোগগ্রস্ত নারী/পুরুষের মিলন ছাড়া অন্যকোন ভাবে সংক্রামিত হয় না
লক্ষণ ঃ গনোরিয়া রোগগ্রস্ত নারী বা পুরুষের যৌন মিলনের সময় জীবানু যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করে ও বাসা বাধে এবং এক সপ্তাহ মধ্য রোগের প্রকাশ ঘটে।
১। রোগের প্রথম অবস্থায় নারী ও পুরুষের উভয়ের প্রস্রাবে জালা করে।
২।পুরুষের ইন্দ্রিয়ের মুখে ও ভিতরের নালীতে এবংনারীর যোনির চার পাশে ও মুএনালীতে ছোট ছোট ক্ষত সৃষ্টি হয়
৩। প্রস্রাব করতে কষট হয়
৪। প্রস্রাবের পর ইন্দ্রিয় চাপ দিলে সামান্য পুজ বের হয়।
জার্মান হোমিও মেডিসিন কেয়ার 
ডাক্তার এম এইচ  জামান 
ডি এইচ এম এস (ঢাকা)
ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি 
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
মোবাইলঃ+8801734715757
বিঃদ্রঃ সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন ।
ভিপি ও পার্সেল যোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয়

0 comments:

Post a Comment