Enjoylife Homeopathy

নারীর কামশীতলতা (Frigidity)

0

নারীর প্রথম যৌবন কালে বা যৌবন চলা কালে যদি কামের বেগ সৃষ্টি না হয় তখন তাকে কামশীতলতা বলে এই কাম শীতলতা সাধারনত দু টি কারনে হয়ে থাকে
(১) দৈহিক (২) মানষিক।
♦ (১) দৈহিক----
* নারীর যৌন হরমোনের গোলমাল।
* নারীরজম্মগত জননতন্ত্রের ত্রুটি।
* শারীরিক রক্তশুন্যতার ও পুষটির অভাব।
* স্নায়বিক দবলতা।
♦ (২) মানষিক-----
* নারীর- বিয়ের পর স্বামীর প্রতি আসক্তি না থাকা।
* অনেক সন্তান হওয়ার কারনে যৌন মিলনে অনাশক্তি।
* গভসঞ্চাররকে ভয়, ফলে কাম বাসনা থেকে দুরে থাকা।
* পর পুরুষের প্রতি আসক্তি, স্বামীর প্রতি মোহ না থাকা।
* স্বামীর যৌন-নিপীরন ও যৌন- নিষ্ঠুরতা।
♦ লক্ষনঃ
(১) দৈহিক
♥ নারীর যৌন হরমোন গোলমালের ফলে-- মাসিক ঋতুস্রাব ঠিক মতো হয় না। নানা রকম অসুবিধা দেখা দেয় যায়। অনেকদিন ধরে রজঃস্রাব হওয়া। মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব,ভাঙা রজ স্রাব বা মাসিক পরিস্কার না হওয়া প্রভৃতি জরায়ুর গোলমাল থেকে নারীর কামশীতলতা জম্মায় বা কামশীতলতার দৈহিক লক্ষনগুলির মধ্য উপরোক্ত অসবিধাগুলি দপখা যায়।
♦ (২) মানষিক---
* স্বামীর প্রতি আকশন না থাকার জন্য যৌন উওেজনায় সাড়া থাকে না।
* পর পুরুষের সাথে মন দেওয়া -নেওয়া থাকলে স্বামীর প্রতি অবহেলা থেকে কাম ভাব জাগে না।
* অধিক সন্তান হওয়ার ফলে সহবাসের প্রতি বীতরাগ সৃষ্টি হয়।
মহিলাদের যাবতীয় গাইনি সমস্যা সমাধানের জন্য হোমিও প্যাথিতে রয়েছে সু চিকিৎসা ।

জার্মান হোমিও মেডিসিন কেয়ার 
ডাক্তার এম এইচ  জামান 
ডি এইচ এম এস (ঢাকা)
ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি 
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
মোবাইলঃ+8801734715757
বিঃদ্রঃ সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন ।
ভিপি ও পার্সেল যোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয়

0 comments:

Post a Comment