Enjoylife Homeopathy

পুরুষের_যৌন_দুর্বলতা

0
পুরুষের_যৌন_দুর্বলতা
চমকপ্রদ চিকিৎসা প্রতিষ্ঠান। অনেকেই এসব রংবেরঙের প্রতিষ্ঠানের চিকিৎসা নিয়ে হচ্ছে
প্রতারিত। আমার কাছে অনেক রুগিরা আসে। তাদের কথা শুনে মনে হচ্ছে অনেকেই এই রোগ
নিয়ে মহাটেনশনে আছেন। আবার অনেকেই এ সমস্যা নিয়ে বিচলিত কোথায় গেলে ভাল চিকিৎসা
পাবে তা কেউ বুঝতে পারছে না।
আসলে যৌন সমস্যা কোন সমস্যাই নয়। একটু বুঝে চললে আর জীবনটাকে নিয়মের ভিতরে আনলে এ রোগই নয়। তবে জীবন চলার পথে কিছু সমস্যা থাকে। আমরা নিজেরাই নিজেদের শরীরে সৃষ্টি করি। যার ফলে আমরা হতাশায় ভুগি আর ভাবি হয়তো এ রোগের কোন চিকিৎসা নেই। কিন্তু এখনো যদি আমরা জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি, আর সমস্যার কারণে ভালো ও অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হই, আল্লাহ্‌র রহমতে আমরা একটি সুন্দর সুখী নীড় তৈরি করতে পারবো।
আজকাল রাস্তা ঘাটে চলাফেরা করলে দেখি বাহারী রঙের বাহারী সব চিকিৎসার পোস্টার বা সাইনবোর্ড। বিশেষ করে যৌন সমস্যা নিয়ে অনেক পোস্টার দেখা যায় যা তারা সাত দিনের ভিতর সব ঠিক করে দিবে। চ্যালেঞ্জ, গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত, জীবনের শেষ চিকিৎসা বিবিধ। আসলে মূল কথা হল আমাদের দেশে বেশীরভাগ পুরুষরাই এ সমস্যায় ভুগছেন। মেয়েদের ভিতর এ সমস্যা আছে তবে খুব কম। আমরা চিকিৎসা করার সময় দেখি মেয়েদের সংখ্যা অনেক কম।
এক হিসাবে সেক্স সমস্যাটা কিছুই না তবে বিশেষ কিছু কারণে সমস্যা হয়ে থাকে। মুলত যে সব কারণে সস্যা হয়ে থাকে, কিছু কারণ তুলে ধরা হলো-
মানসিক দুঃচিন্তা, মানিসিক হাতাশা, মানসিক ভীতি
অতিরিক্ত হস্ত মৈথুন
সময় মত বিবাহ না করা
যৌন শক্তি বাড়ানোর নামে অনটাইম মেডিসিন সেবন করা
অতিরিক্ত ধূমপান করা
নেশার জিনিস সেবন করা
স্বামী- স্ত্রী’র মাঝে বহুদিন সম্পর্ক ছিন্ন থাকা
দীর্ঘদিন যাবত কঠিন রোগে বা আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগা
সঙ্গ দোষ অর্থাৎ খারাপ বন্ধুদের কারণে খারাপ কাজে সম্পৃক্ত হওয়া, পর্ণ মুভি দেখা ও এই ধরণের চিন্তা করা।
অতিরিক্ত স্বপ্ন দোষ হওয়া
ডায়াবেটিস হওয়ার কারণে
ওবিসিটি-মোটা হওয়ার কারণে
অলস বা কায়িক পরিশ্রম কম করার কারণে
বিয়ের পূর্বে অবাধ মেলেমেশার কারণে
পরিবারের উদাসিনতায়
ধর্মীয় অনুশাসন মেনে না চলায়।
এগুলোই মূল কারণ ধরা হলেও আরও সমস্যা থাকতে পারে যা আমরা চিকিৎসা করার সময় রোগীদের মাঝে দেখি।
এমন কিছু সমস্যা হলো-
Loss of Libido
Sexual Debility
Erectile dysfunction
Premature Ejaculation
Nervousness & Impotence
সমস্যা যাই হোক না কেন হোমিওপ্যাথিই দিতেপারে এর সমাধান। চিকিৎসা আমরা রোগের নয় রোগীর করে থাকি। আর এই হোমিওপ্যাথিতেই অসংখ্য মেডিসিন রয়েছে। লক্ষণের সাথে মিল রেখে হোমিও নিয়ম নীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহ্‌র রহমতে পুরো সুস্থতা সম্ভব। তবে এ সমস্যা থেকে মুক্তি পাবার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হল, অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসকের
কাছে যেতে হবে। মেডিসিন অরিজিনাল হতে হবে। একজন ভালো চিকিৎসক আপনার সমস্ত কথা শুনে ঔষধ লিখে দিলেন, কিন্তু আপনি তা পেলেন , লাভ কিছুই হলো না। সেই জন্য সব্দিক খেয়াল রেখে চিকিৎসা নিন। ভালো থাকবেন হোমিপ্যাথিক চিকিৎসা কখনোই অস্থায়ী নয়। এই চিকিৎসার পুরো কোর্স কমপ্লিট করলে স্থায়ী সমাধান অবশ্যই সম্ভন। ইনশাআল্লাহ্‌।
যৌন রোগের সমস্যা নির্ণয় কিছু প্রশ্নঃ
কখনো কি ভেবেছেন দাম্পত্য জীবনে অশান্তির কারণ কি ?
আপনি কি যৌন রোগে আক্রান্ত?
আপনি কি দাম্পত্য জীবনে অসুখী?
আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল?
আপনি কি শক্তিমান পুরুষ হতে চান?
আপনিই কি বিয়ে করতে ভয় পাচ্ছেন?
আপনি কি বিয়ের পড়ে স্ত্রীর কাছে লজ্জিত?
আপনি কি জীবন সঙ্গী কে পূর্ণ তৃপ্তি দিতে দিতে ব্যর্থ?
আপনি কি মানসিক ভাবে খুব চিন্তিত?
সর্ব শেষে একটি কথা না বললেই নয় যে সমস্ত ভাইয়েরা বাজারে প্রচলিত যেসব অনটাইম সেক্সূয়াল মেডিসিন পাওয়া যায় সেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ বিষয়ে অনেকেই অনেক কথা বলতে
পারে কিন্তু বাস্তবতা ভিন্ন। এসব মেডিসিনে ক্ষতি ছাড়া কোন উপকার হয় না।তাই আমরা সচেতন থাকব।
হোমিও চিকিৎসা নিন সুস্থ ও সজীব থাকুন।
জার্মান হোমিও মেডিসিন কেয়ার 
ডাক্তার এম এইচ  জামান 
ডি এইচ এম এস (ঢাকা)
ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি 
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
মোবাইলঃ+8801734715757
বিঃদ্রঃ সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন ।
ভিপি ও পার্সেল যোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয়

0 comments:

Post a Comment